প্রিয় শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা ও শুভানুধ্যায়ীবৃন্দ,
আসসালামু আলাইকুম।
শিক্ষা হলো মানুষের সর্বশ্রেষ্ঠ সম্পদ। এর মাধ্যমে মানুষ শুধু জ্ঞানের আলোয় আলোকিত হয় না, বরং সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে কার্যকর অবদান রাখতে সক্ষম হয়। হাসানিয়া উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা, নৈতিক উন্নয়ন এবং সৃজনশীল চিন্তার বিকাশে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
আমাদের লক্ষ্য হলো প্রতিটি শিক্ষার্থীকে আধুনিক জ্ঞান-বিজ্ঞানে দক্ষ করে তোলা এবং তাদেরকে সু-শিক্ষিত, শৃঙ্খলাবদ্ধ, দায়িত্বশীল ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলা। এজন্য আমাদের শিক্ষকমণ্ডলী আন্তরিকতা, নিষ্ঠা ও ভালোবাসা দিয়ে পাঠদান করে যাচ্ছেন।
আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও পরিচালনা পর্ষদের সমন্বিত প্রচেষ্টায় হাসানিয়া উচ্চ বিদ্যালয় অচিরেই একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত হবে।
আসুন, আমরা সকলে একযোগে কাজ করে আগামী প্রজন্মকে সত্যিকার অর্থে সুশিক্ষায় গড়ে তুলি।
আল্লাহ আমাদের সবাইকে সহায়তা করুন।
ধন্যবাদান্তে,
প্রধান শিক্ষক,
হাসানিয়া উচ্চ বিদ্যাল্
কাপাসিয়া, গাজীপুর।